মন্দিরের পিছনে বর্তমানে জীবৎ কুন্ড। যার অধিকাংশই বেদখল হয়ে গেছে।কিছুদিন আগেই গেছিলাম। প্রণাম মন্ত্র:-কঙ্কেশ্বরং মহাদেবম্ অনাদি লিঙ্গ রূপিনং।সভৈরবং কাঁকসা সদ্দগোপ রাজ কুলদেবম্ ।। কাঁকসা গ্রামেহধিষ্ঠিতাং ভবসাগর তারকংভক্ত বাঞ্ছা কল্পতরুং প্রণমামি বারংবারম্।। ১২০৩ খ্রি: সেন ভূমির মহারাজা কঙ্কসেন রায়। গৌড়ের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা । হলায়ুধ মিশ্র লিখলেন চতুর্বিশোত্তরে শাকে সহস্রৈক শতাব্দীকেবেহার পাটনাত্ পূর্বং তুরস্ক সমুপাগত।। নালন্দা লুণ্ঠিত ও ধ্বংস হলো নালান্দা।স্বভাবতঃই মিথিলা ও গৌড় ও বরেন্দ্র অঞ্চলে সেন বংশীয় রাজারা। দুর্গ গুলিতে সৈন্যসজ্জা শুরু করলেন। যুদ্ধ আসন্ন। কিন্তু বক্তিয়ারের চিন্তায় অন্য কিছু ছিল। আক্রমণ হলো রাজমহলের পাহাড়ি এলাকার ওপর দিয়ে। 50000 প্রশিক্ষিত অশ্বারোহী সৈন্য নিয়ে রাজমহল অতিক্রম করে বক্তিয়ার বাহিনী প্রবেশ করলো অজয় দামোদর উপত্যকায়।কাঁকশার মধ্যবর্তী জঙ্গলে স্থাপন করল সৈন্য শিবির। সেনভূমের সদগোপ রাজা কঙ্কসেন রায় কঙ্কেশ্বর শিবের উপাসক,…
Month: January 2024
গড়বিষ্ণুপুর ●মল্লরাজ্যের প্রতিষ্ঠা: ৬৯৪ খ্রীস্টাব্দে রাজা আদিমল্লের নিজেহাতে প্রতিষ্ঠিত রাজপাট। সেযুগের দুর্ধর্ষ মল্লযোদ্ধা হিসাবে তাঁর দিগ্বিদিক খ্যাতির কারণে মল্লরাজ নামেই লোকে বেশি চিনতে শুরু করে তাঁকে। আর এই মল্লরাজদের হাতেই সযত্নে গড়ে উঠতে থাকে মল্লভূম, আজকের বিষ্ণুপুর। আদি মল্লের সিংহাসনে আরোহণের সময়কাল থেকে মল্লাব্দ গণনা শুরু হয়।বলা হয়ে থাকে যে ভাদ্র মাসে (আগস্ট-সেপ্টেম্বর) ১০২ টি বাংলা ক্যালেন্ডারে ইন্দ্র দ্বাদশীর দিন থেকে মল্লাব্দ আরম্ভ হয়েছিল সেই হিসাবে আজ 1327 মল্লাব্দ। রাজ কূল পঞ্জী অনুসারে আদি মল্লের রাজমহিষীর নাম চন্দ্রকুমারী ছিল । ●তুর্কি আক্রমণ প্রতিরোধ : মনোরঞ্জন চন্দ্র মল্লভূম বিষ্ণুপুরের 122 পৃষ্ঠায় বলেনশৈব সংস্কৃতির কথা উল্লেখ করতে গেলে প্রথমেই আমাদের উকি মারতে হয় গোকুলনগরের গন্ধেশ্বর শিবমন্দিরের শ্রীঅঙ্গনে। গন্ধেশ্বর শিবের পুণ্যাঙ্গনে চোখ বুলালেই নজরে পড়ে ধ্বংসস্তূপের বিভীষিকা, স্মৃতিপটে জেগে ওঠে তুর্কী…
বিষ্ণুপুর রাজবাড়ী ●মল্লরাজ্যের প্রতিষ্ঠা:৬৯৪ খ্রীস্টাব্দে রাজা আদিমল্লের নিজেহাতে প্রতিষ্ঠিত রাজপাট। সেযুগের দুর্ধর্ষ মল্লযোদ্ধা হিসাবে তাঁর দিগ্বিদিক খ্যাতির কারণে মল্লরাজ নামেই লোকে বেশি চিনতে শুরু করে তাঁকে। আর এই মল্লরাজদের হাতেই সযত্নে গড়ে উঠতে থাকে মল্লভূম, আজকের বিষ্ণুপুর। আদি মল্লের সিংহাসনে আরোহণের সময়কাল থেকে মল্লাব্দ গণনা শুরু হয়।বলা হয়ে থাকে যে ভাদ্র মাসে (আগস্ট-সেপ্টেম্বর) ১০২ টি বাংলা ক্যালেন্ডারে ইন্দ্র দ্বাদশীর দিন থেকে মল্লাব্দ আরম্ভ হয়েছিল সেই হিসাবে আজ 1327 মল্লাব্দ। রাজ কূল পঞ্জী অনুসারে আদি মল্লের রাজমহিষীর নাম চন্দ্রকুমারী ছিল। ●তুর্কি আক্রমণ প্রতিরোধ :মনোরঞ্জন চন্দ্র মল্লভূম বিষ্ণুপুরের 122 পৃষ্ঠায় বলেনশৈব সংস্কৃতির কথা উল্লেখ করতে গেলে প্রথমেই আমাদের উকি মারতে হয় গোকুলনগরের গন্ধেশ্বর শিবমন্দিরের শ্রীঅঙ্গনে। গন্ধেশ্বর শিবের পুণ্যাঙ্গনে চোখ বুলালেই নজরে পড়ে ধ্বংসস্তূপের বিভীষিকা, স্মৃতিপটে জেগে ওঠে তুর্কী আক্রমণের ভয়াবহতা।…