বিগত বেশ কয়েক মাস ধরে ইজরায়েলে বিরোধ প্রদর্শন চলছিল | একদল বেনজামিন নেতান্হুর পক্ষে আর একদল নেতান্হুর বিপক্ষে | নেতান্হু ইজরায়েলে জুডিসিয়ারী রিফর্ম করার চেষ্টা করছিলেন | যে রিফর্ম করা হলে তাঁর নিজের বিরুদ্ধে যে করাপশনএর আরোপ আছে সেটার থেকে নিস্পত্তি পাওয়া যেত | তাই রাজনৈতিক অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছিল | নাফ্তালি সরকার সেই রাজনৈতিক অস্থিরতারই পরিনাম হিসাবে ইজরায়েলে ক্ষমতায় এসেছিল | নাফ্তালি সরকারের পতনের পর আবার নেতান্হু সরকার এসেছে অনেকদিন হলো | কিন্তু বিগত কয়েক বছরে ইজরায়েলের কিছু বন্ধু দেশের মধ্যস্থতায় যে বর ভুল ইজরায়েল করেছে আজ সেই ভুলের মাশুল দিচ্ছে ইজরায়েল | হামাস এই সিচুয়েশনের ভরপুর ফায়দা নিয়েছে নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্যে | হামাস এতটাই শক্তি বৃদ্ধি করেছে যে ইজরায়েলের ভিতর ঢুকে ইজরায়েলের জনগণকে মারা,…
Author: Anindya Nandi
The original article was published on https://bit.ly/3F9STin